Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে সাত

বিস্ফোরণে পুরো কারখানা ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন সরঞ্জাম কয়েকশ গজ পর্যন্ত ছিটকে গিয়ে পড়ে

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৫:৫৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের বয়লারে বিস্ফোরণের ফলে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সাতজনে।

রবিবার (৫ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) আইসিইউ-তে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। মৃতের নাম প্রবেশ লাল শর্মা।

চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, রাত সাড়ে ৯টার দিকে আইসিইউতে প্রবেশ মারা যান।

সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে এর আগে ছয়জনের মৃত্যু হয়েছিল। ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৯৯৬ সাল থেকে এই কারখানাটি চালু আছে। তবে শনিবার যেখানে এই বিস্ফোরণ হয়েছে, সেটি চালু হয়েছিল ২০১৭ সালে। বিস্ফোরণে পুরো কারখানা ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন সরঞ্জাম কয়েকশ গজ পর্যন্ত ছিটকে গিয়ে পড়ে। এই ভয়ঙ্কর ঘটনার তদন্তের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন একটি কমিটি করে দিয়েছে। রবিবার কমিটি তদন্তের কাজ শুরু করেছে। তাদের প্রাথমিকভাবে ধারণা, এয়ার সেপারেশন প্ল্যান্টেই প্রথমে বিস্ফোরণ হয়।

About

Popular Links