Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর উপহারের ২০ ঘর বিক্রি, তৃতীয় লিঙ্গের দলনেতা গ্রেপ্তার

২০১৯ সালে তৃতীয় লিঙ্গের ৩০ সদস্যদের জন্য সরকার টিনের তৈরি বাড়ি করে দেয়

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১০:৫৯ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া গুচ্ছ গ্রামের ২০টি টিনের ঘর বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর কথিত “গুরু মা” রুবী বেগম ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) আদালতে হাজির করা হলে পরে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন আদালত।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

তিনি বলেন, “নারগুণ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হাসান আলী বাদী হয়ে সরকারি ঘর বিক্রি করার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় রুবী বেগম ওরফে রুবেলকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়।”

নারগুণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, “পশ্চিম নারগুণ ইক্ষু খামার এলাকায় ২০১৯ সালে তৃতীয় লিঙ্গের ৩০ সদস্যদের জন্য সরকার টিনের তৈরি বাড়ি করে দেয়। এরপর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাদের সেমিপাকা বাড়িও দেওয়া হয়। তবে টিনের ঘরগুলোতে ফাঁকা পড়ে ছিল। হঠাৎ ঘরগুলো গায়েব হয়ে যায়।”

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বলেন, “সরকারি ঘর বিক্রি করে দেওয়া ফৌজদারি অপরাধ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

   

About

Popular Links

x