Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা: স্বামীর মৃত্যু, হাসপাতালে স্ত্রী

গত এপ্রিল মাসে রুপা ও নিলয়ের বিয়ে হয়

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:৩৪ এএম

রাজধানী ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন নিলয় (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী রুপা (২৬)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপার খালাতো বোন রিয়া জানান, ধানমন্ডি থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফিরছিলেন নিলয়। পথে দুর্ঘটনার শিকার হন তারা। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের দুই জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে নিলয়কে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুর্চি হাজী বাড়ির আবু ইউসুফের ছেলে নিলয়। তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন। গত এপ্রিল মাসে রুপা ও নিলয়ের বিয়ে হয়।

   

About

Popular Links

x