Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হবে না

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৬:৫৮ পিএম

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হবে না।”

তিনি বলেন, “সংশোধিত সিলেবাসে আইসিটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।”

মন্ত্রী আরও বলেন, “১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধ থাকবে।”

“২৫ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে।”

   

About

Popular Links

x