Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

আপিল শুনানি শেষ, ভোটের মাঠে টিকে থাকলেন ২,২৬৫ প্রার্থী

ইসি সচিব জানান, এবার নির্বাচন কমিশন ৫৬০টি আপিল আবেদনের নিষ্পত্তি করেছে। এর মধ্যে ৫২৫টি আবেদন করেছিলেন বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা। সব মিলিয়ে ২৮০টি আপিল মঞ্জুর হয়েছে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ২৮০ প্রার্থী বৈধতা ফিরে পেয়েছেন। গত ১০ ডিসেম্বর থেকে ৫৬০টি আপিল নিষ্পত্তিতে বসে ইসি। শুক্রবার (১৫ ডিসেম্বর) এই কার্যক্রমের ইতি টানে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আপিল শুনানি শেষে এখন নির্বাচনের মাঠে টিকে থাকলেন ২,২৬৫ জন প্রার্থী।

ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, এবার নির্বাচন কমিশন ৫৬০টি আপিল আবেদনের নিষ্পত্তি করেছে। এর মধ্যে ৫২৫টি আবেদন করেছিলেন বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা। সব মিলিয়ে ২৮০টি আপিল মঞ্জুর হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয়েছে ৩৫টি; এরমধ্যে ৫টি আপিল মঞ্জুর হওয়ায় বাদ পড়েন পাঁচজন বৈধ প্রার্থী; বাকিদের মনোনয়নপত্রের বৈধতা বহাল থাকে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার ৩০০ সংসদীয় আসনে ২,৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে ১,৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। আপিল শুনানি শেষে এখন সব মিলিয়ে ২,২৬৫ জন বৈধ প্রার্থী থাকছে।

গত ১০ ডিসেম্বর আপিল শুনানির প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। দ্বিতীয় দিনে ৫১ জন, তৃতীয় দিনে ৬১ জন, চতুর্থ দিনে ৪৫ জন, পঞ্চম দিনে ৪৩ জন এবং আজ শুক্রবার ষষ্ঠ দিনে ২০ প্রার্থী বৈধতা ফিরে পান।

আপিল শুনানি শেষ করেছে ইসি। এখন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট হবে ৭ জানুয়ারি।

   

About

Popular Links

x