Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে বিএনপি-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া

ভোটগ্রহণ শুরুর পর হরতালের সমর্থনে চান্দগাঁওয়ের সিএনবি এলাকায় বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে দু’পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২৬ এএম

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে চান্দগাঁও এলাকার সিএনবি মোড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মো. আরিফ হোসেন।

রবিবার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। একই দিনে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালও চলছে।

পুলিশ জানিয়েছে, ভোটগ্রহণ শুরুর পরই হরতালের সমর্থনে চান্দগাঁওয়ের সিএনবি এলাকায় বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে দু’পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

About

Popular Links