Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

আজ দুবাই থেকে দেশের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ

চট্টগ্রাম পৌঁছাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লেগে যাবে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৪ এএম

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে দীর্ঘ এক মাস পর মুক্তি পাওয়া জাহাজ “এমভি আবদুল্লাহ” ২৩ নাবিককে নিয়ে আজ রবিবার দুবাই থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেবে।

শনিবার (২৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

তিনি বলেন, “এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। জাহাজের ২৩ নাবিকের মধ্যে দুইজনের দুবাই থেকে বিমানে দেশে ফেরার কথা ছিল। পরে তারাও সিদ্ধান্ত পরিবর্তন করে ওই জাহাজে ফিরছেন।”

তিনি জানান, রবিবার দিনের বেলায় জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। চট্টগ্রাম পৌঁছাতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লেগে যাবে। শনিবার দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহতে কার্গো (পণ্য) লোড করা শেষ হয়েছে।

জলদস্যু মুক্ত হয়ে গত ২২ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভিড়ে জাহাজটি। তখন সেখানকার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ পরিচালনাকারী এসআর শিপিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল এমভি আবদুল্লাহ ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

   

About

Popular Links

x