Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইসি হাবিব: ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার

কোনো কেন্দ্রে জাল ভোট পড়লে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:৫৬ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, “ভোটকেন্দ্রে গিয়ে কেউ যদি প্রভাব বিস্তার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করেন, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। ওই ব্যক্তি যেই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।”

শুক্রবার (১৭ মে) বিকেলে ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ইসি আহসান হাবিব আরও বলেন, “কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। ওই কেন্দ্রে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।”

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের ওপর কেউ হামলা বা ক্যামেরা ভাঙচুর করলে তার ২-৭ বছর কারাদণ্ড দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

   

About

Popular Links

x