Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে গোলাম মাওলা রনির অডি গাড়িতে হামলা

বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৪৫ পিএম

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অডি ব্র্যান্ডের গাড়িটিতে হাতুড়ি দিয়ে হামলা করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও রনির গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

রনি বলেন, “টিএসসি মেট্রো স্টেশন অতিক্রমের সময় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কাছে যখন হামলার শিকার হই আমি।’’

তিনি আরও বলেন, “সেখানে দুই তরুণ হাতে হাতুড়ি নিয়ে দাঁড়ানো ছিল। আরও দুজন সশস্ত্র অবস্থায় ছিল রাস্তার পাশে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো ধরনের অস্ত্র ছিল। সেটা কী ছিল খেয়াল করিনি। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে ইউটার্নে পৌঁছালে হাতুড়ি হাতে দুই তরুণ গাড়ির ওপর হামলে পড়ে। চালক ব্রেক করলে তারা গাড়ির উইন্ডশিল্ডে আঘাত করে এবং আমাকে গাড়ির জানালার ভেতর থেকে টেনে বের করার চেষ্টা করে।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিরুর রহমান বলেন, “এ ঘটনায় অভিযোগ জানাতে এক ব্যক্তি থানায় এসেছিলেন।”

ঢাবি প্রক্টর মাকসুদুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহরের নিরাপত্তা কোনো আলাদা বিষয় নয়। তিনি (রনি) আমাদের কাছে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব।

তিনি আরও বলেন, “হামলাকারীদের ধরতে আমরা শাহবাগ থানাকে সর্বাত্মক সহযোগিতা করছি।”

   

About

Popular Links

x