Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুয়াকাটার হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

পর্যটক ও স্থানীয় ঝুঁকিপূর্ণ সাধারণ মানুষের জন্য এসব খুলে দেওয়া হয়েছে

আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:০১ পিএম

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার সকল আবাসিক হোটেল-মোটেলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। পর্যটক ও স্থানীয় ঝুঁকিপূর্ণ সাধারণ মানুষের জন্য এসব খুলে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ মে) কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “দুর্যোগ আসন্ন। তাই কুয়াকাটা এবং এর আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের সঙ্গে একমত হয়ে আমরা এ সিন্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, “রিমাল মোকাবেলায় অন্য আশ্রয়কেন্দ্র গুলোর মত কুয়াকাটায় প্রায় দেড়শ হোটেল-মোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কুয়াকাটা ও এর আশপাশের এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেই মূলত হোটেলগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।”

এদিকে পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “রিমালের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীসহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

   

About

Popular Links

x