Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রতারক ও ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে বললেন কাদের

সাংবাদিকরা যেন হেনস্তার শিকার না হন, সে ব্যাপারে সরকার সতর্ক বলেও জানান তিনি

আপডেট : ২৬ মে ২০২৪, ০২:৩৭ পিএম

সাংবাদিকতার নামে প্রতারক ও ভন্ড ব্যক্তিরা যেন মহান এই পেশাকে অসম্মানিত করতে না পারে, সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আমি অনেক সরকারি দপ্তরে এমন অনেক লোক দেখেছি যারা লিখতেও পারে না, ঠিকমতো পড়তে পারে না এমনকি সংবাদ কী তাও জানে না; অথচ তারা নিজেদের সাংবাদিক দাবি করে বসে আছে। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

তিনি নিজেও একটি পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করে বলে জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী আরও বলেন, “কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সেজন্য সরকার সতর্ক রয়েছে।”

আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরাও সমালোচনা চাই তবে সেটা গঠনমূলক হওয়া উচিত।”

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About

Popular Links