Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সড়কে দাঁড়িয়ে থাকা ৬ ব্যক্তিকে গরুচোর সন্দেহে গণপিটুনি, এক জনের মৃত্যু

এ ঘটনায় মারাত্মকভাবে আহত ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

শেরপুরে গরুচোর সন্দেহে স্থানীদের গণপিটুনিতে মুসলিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শেরপুরে নকলা উপজেলার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসলিম উদ্দিন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকায় বসবাস করতেন।

আহতরা হলেন- ঝিনাইগাতী গোমড়া এলাকার আমির হোসেন, আজি রহমান, রাজু মিয়া, আয়নাল হক ও মো. সাদ্দাম হোসেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে দক্ষিণ নকলা এলাকায় রবিবার রাতে ওই ৬ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা গরুচোর বলে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় কয়েকশ’ লোক জড়ো হয়ে তাদেরকে গণপিটুনি দেন। এ সময় তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মুসলিম উদ্দিন মারা যান। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

   

About

Popular Links

x