Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘একটা চুম্বন প্লিজ...’, উদিত নারায়ণকে দেখেই রসিকতা পাপারাৎজিদের

সম্প্রতি ভক্তদের সঙ্গে সেলফি তোলার সময় এক নারীর গালে চুম্বন করেছিলেন তিনি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ পিএম

উদিত নারায়ণের চুম্বনের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে একের পর এক সমালোচনা। লাইভ অনুষ্ঠান চলাকালীন উদিত মঞ্চেই তার ভক্তকে চুম্বন করেন। যে ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। এই ঘটনার পর একটি অনুষ্ঠানে যোগ দিতেই উদিতকে দেখে পাপারাৎজিরা রসিকতা করতে শুরু করেন।

ভিডিওতে উদিত নারায়ণকে আচমকা এক নারী ভক্তকে চুম্বন করতে দেখে অনেকেই সমালোচনা করেছেন। সম্প্রতি উদিত নারায়ণ “দ্য রোশানস” ডকুমেন্টারি সিরিজের সাকসেস পার্টিতে উপস্থিত হয়েছিলেন। সেখানে ছবি তোলার সময়, পাপারাৎজিরা তাকে রসিকতা করে আবারও চুম্বনের প্রস্তাব দেন। শিল্পীকে বলতে শোনা য়ায়, “স্যার, একটা চুম্বন হয়ে যাক প্লিজ।”

উদিত অবশ্য এ কথা হেসে উড়িয়ে দিয়েছেন। ভিডিওটি দেখে নানা মুনির নানা মত। কেউ বলেছেন, “খুব মজা লাগছে, তাই না? এটা যতক্ষণ না পাপারাৎজিদের সঙ্গে হচ্ছে, ততক্ষণ এমনটা চলতেই থাকবে।” কেউ আবার বলেছেন, “পিছনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার অবস্থা দেখো, তিনিও হয়তো ভয় পাচ্ছেন।”

দিনকয়েক আগে উদিত নারায়ণকে মঞ্চে “টিপ টিপ বরসা পানি” গানটি পরিবেশন করার সময় একজন নারী ভক্তের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। পরে, মঞ্চের কাছে ভক্তদের সঙ্গে সেলফি তোলার সময় এক নারীর গালে তিনিও পাল্টা চুম্বন করেন।

তবে কোনো সমালোচনায় কিছু যায় আসে না উদিতের। শিল্পী বলেন, “আমি ভদ্র মানুষ। কিছু লোক এই বিষয়টি নিয়ে প্রচার করছেন। ভক্তরা তাকে ভালোবাসেন। তাই এতটুকুই তাদের প্রাপ্য।”

   

About

Popular Links

x