Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

রমজান মাসে ঢাকায় সাড়ে ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৪:০২ পিএম

ঢাকায় রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে পেট্রোবাংলাকে চিঠিও দিয়েছে মন্ত্রণালয়। চিঠিতে উল্লিখিত সময়সূচির মধ্যে ঢাকা শহরের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।রোজার মাসে স্টেশনগুলো বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে।

   

About

Popular Links

x