Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওয়ানডেতে টানা ১২ বার টসে হারলেন রোহিত শর্মা

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ফাইনালে টস পরীক্ষায় হেরেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ওয়ানডেতে এ নিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত।  এর মধ্য দিয়ে ব্রায়ান লারার ওয়ানডেতে টানা সর্বোচ্চ টস হারের রেকর্ডও ছুঁয়ে ফেললেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২টি টসে হারেন। অন্যদিকে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে এই দুর্ভাগ্যের শুরু রোহিত শর্মার।

রবিবার (৯ মার্চ) দুবাই নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার।

চোটের কারণে ম্যাট হেনরি ফাইনালে খেলছেন না। তার জায়গায় আরেক পেসারনাথান স্মিথকে দলে টেনেছে নিউজিল্যান্ড। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।

নিউজিল্যান্ডের একাদশ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

 

   

About

Popular Links

x