Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (৭০) নামে এক বৃদ্ধকে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

সোমবার (১০ মার্চ) উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইউসুফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ওই শিশুকে পুকুরপাড় থেকে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ইউসুফ। বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ লোকজন ইউসুফকে ঘর থেকে বের করে পিটুনি দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত বৃদ্ধ ইউসুফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, “ইউসুফ তার প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। রাতে তাকে গ্রামের লোকজন আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে আটক করে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউসুফকে আসামি করে শিশুটির বাবা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

   

About

Popular Links

x