Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

গভীর রাতে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৪:৪১ পিএম

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ মো. মামুন ও মো. আরিফ নামে আন্তঃজেলা সড়ক-মহাসড়ক ও নৌপথে ডাকাত দলের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহর নেতৃত্বে এসআই রিপন সরকার ও এসআই জীবন বিশ্বাসসহ পুলিশের একটি দল সোমবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, রাশেদুল হক চৌধুরী, জেলা ডিবির ওসি মো. আবদুল্লাহসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আরও বলেন, “গ্রেপ্তারকৃত ডাকাত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতিসহ বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত অপর ডাকাত আরিফ দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পুলিশ তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, একটি দেশীয় পাইপগান, ৬ রাউন্ড গুলি, ২টি কার্তুজ উদ্ধার করে। তাদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সড়ক-মহাসড়ক ও নৌপথে ডাকাতিতে সক্রিয় ছিল বলে পুলিশ জানিয়েছে।

   

About

Popular Links

x