Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

যশোরে প্রশিক্ষণ উড়োজাহাজের ক্রাশ ল্যান্ডিং

অবতরণের সময় প্রশিক্ষণ উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:৫৯ পিএম

যশোর বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ ক্রাশ ল্যান্ডিং করেছে। তবে উড়োজাহাজটিতে থাকা দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। 

আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার সন্ধ্যায় জানায়, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (Grob-120 TP) নিয়মিত প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিটে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। তবে বিমানটিতে থাকা দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা অক্ষত ও নিরাপদ আছেন। প্রশিক্ষণ বিমানটি বেলা ১২টা ১৮ মিনিটে বিমান বাহিনীর যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে।

আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

জানা গেছে, প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় উড়োজাহাজটি অসাবধানতাবশত ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিংয়ের কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। উড়োজাহাজটি উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।

   

About

Popular Links

x