Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেপ্তার

হাসপাতাল মালিকের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:১০ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলায় নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত একজন নার্স গত কয়েক বছর ধরে সেখানে চাকরি করতো। চাকরিতে থাকা অবস্থায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে হাসপাতালের মালিকের বিরুদ্ধে একটি মামলা করেছে ওই নার্সের পরিবার। বৃহস্পতিবার রাতে শিবচর থানা পুলিশের এসআই রেনুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

শিবচর থানার ওসি রতন শেখ জানান, ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

   

About

Popular Links

x