Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

তেঁতুল দেওয়ার কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৫৩ এএম

কুষ্টিয়ার মিরপুরে তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (১৫ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আমলা সদরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমলা সদরপুর এলাকার সালাউদ্দিনের ছেলে জসিম (৩০) শনিবার বিকেলে তেঁতুল পেড়ে দেওয়ার কথা বলে তেঁতুলতলা থেকে তামাকক্ষেতের ভেতর ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে এসে তার মা-বাবাকে বিষয়টি জানায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ওসি মো. মমিনুল ইসলাম বলেন, “শিশুটি বাড়ির পেছনে খেলা করছিল। এ সময় তাকে পাশের তামাকক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

   

About

Popular Links

x