Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে ট্রেন আটকে পড়ায় ভোগান্তি

দিনাজপুরে ৬ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা  

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:১৮ পিএম

ছয়দফা দাবিতে দিনাজপুরে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে পলিটেকনিট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুর জিলা স্কুলের সামনের রাস্তায় পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।  

দিনাজপুরে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালনকালে দিনাজপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া একটি লোকাল, একটি কমিউটার ও একটি আন্তঃনগর ট্রেনসহ তিনটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। 

খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ নুর-এ-আলম সিদ্দিকী ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করলে  রেলপথ অবরোধ তুলে নেয় তারা। চার ঘণ্টায় তিনটি ট্রেন আটকা পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং সড়ক থেকে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

এদিকে, শুক্রবার বেলা দেড়টায় রাস্তায় জুম্মার নামাজ আদায় করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে “ক্রাফট হটাও-দেশ বাঁচাও”, “দেশ গড়ার কারিগর-ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “অবৈধ প্রমোশন-মানি না মানবো না”, “মামা থেকে মাস্টার-মামা বাড়ির আবদার” এ ধরনের বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ দিনাজপুরের সকল বেসরকারি পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সকল পলিটেকনিট ইনস্টিটিউট হতে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল করে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানানো হয়।

   

About

Popular Links

x