বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড রাঙ্গাঝিরিতে এক গৃহবধুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম তৈয়বা বেগম (৫০)। সে বাইশারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মগেন ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা সিরাজুল ইসলাম ঘরের মধ্যে রক্তাক্ত লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে স্থানীয় থানা পুলিশ ঘটনাটি জানতে পারে। পরে সেখানে লাশ উদ্ধারে পুলিশের একটি দল পাঠানো হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কি কারণে, কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানা যায়নি।
এদিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো মাশরুরুল হক জানান, বাইশারীতে একজন গৃহবধুকে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম পাঠিয়েছি।