Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোবাইল ফোন কেড়ে নেওয়ায় নামাজ পড়া অবস্থায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা করলো ছেলে

নিহত ব্যক্তি দীর্ঘদিন ইতালিতে ছিলেন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:৫৭ এএম

মোবাইল ফোন কেড়ে নেওয়ায় নামাজ পড়া অবস্থায় এক ব্যক্তি (৫২) খুন হয়েছেন। এ ঘটনায় ওই ব্যক্তির কিশোর ছেলেকে (১৭) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে শহরের পলাশপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দীর্ঘদিন ইতালিতে ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার মোবাইল ফোন ব্যবহার নিয়ে ছেলের সঙ্গে বাবার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মোবাইল ফোন কেড়ে নেন বাবা। রাত ৮টার দিকে বাড়িতে তারাবিহর নামাজ পড়তে শুরু করেন বাবা। তখন ছেলেটি ফল কাটার ছুরি দিয়ে পেছন দিক দিয়ে বাবাকে একাধিকবার ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) তারেক জুনায়েদ। তিনি জানান, ওই ব্যক্তিকে তার স্বজনরা রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তার পিঠে ছুরির আঘাতে কিডনি ক্ষতবিক্ষত হয়। এতে রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস বলেন, “অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।”

   

About

Popular Links

x