গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে হ্যাগ নিট ওয়্যার পোশাক কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়কের উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত কয়েক দিন যাবত ঈদের বোনাস এবং তিন মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে আসছেন তারা। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কিছুই জানাচ্ছিল না।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে কারখানায় গিয়ে গেটে তালা ঝুলতে দেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সাড়ে ৮ টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, চলতি মাসসহ তিন মাস যাবত আমরা বেতন পাচ্ছি না। এর মধ্যে ঈদও সামনে চলে এসেছে, অথচ এখনো বেতন ও বোনাসের কোনো নিশ্চয়তা নেই। বারবার বেতন পরিশোধের দাবি জানিয়ে আসলেও আমাদের দাবি তারা শুনে না। কারখানা কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন-বোনাস পরিশোধ না করে গেটে তালা ঝুলিয়ে চলে গেছে। শ্রমিকরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে সাড়ে ৮ টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।
এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, “তাদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা করতে কাজ করা হচ্ছে। যাতে ঈদের আগে তারা পাওনা বুঝে পান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবিগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, তাদের এনে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।”