Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

তারাবি পড়ে ঘরে ফিরে এসে দেখেন স্ত্রীর গলাকাটা মরদেহ

এ ঘটনা জানাজানি হলে মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে মাইকিং করা হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

স্ত্রীকে ঘরে রেখে তারাবির নামাজে গিয়েছিলেন স্বামী। নামাজ শেষে ঘরে ফিরে দেখেন খাটের ওপর স্ত্রীর গলাকাটা নিথর লাশ পড়ে রয়েছে। এ ঘটনা জানাজানি হলে এলাকার মসজিদের মাইকে “ডাকাত ঢুকেছে” বলে মাইকিং করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মুক্তা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তারাবির নামাজ আদায়ের উদ্দেশে মান্নান যখন মসজিদে যান, সে সময় তিনি বাইরে থেকে ঘরের প্রবেশদ্বার আটকে রেখে যান। তবে ঘরে ফিরে ওই ভয়াবহ ঘটনার সাক্ষী হন তিনি। এরপর মাইকিংয়ের কারণে এলাকায় হুলুস্থুল পড়ে গেলে সেখানে পৌঁছায় ভেদরগঞ্জ থানা পুলিশ।

ঘটনার বিষয়ে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘‘মসজিদের মাইকে খবর শুনে ঘটনাস্থলের কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।’’

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ‘‘এলাকায় যে ডাকাতির ঘটনা বলে প্রচার চলছে, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশটি প্রাথমিক তদন্তের পর ঘটনার কারণ বলা যাবে।’’

এছাড়া এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

   

About

Popular Links

x