Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মধ্যরাতে আগুনে পুড়ল যাত্রীবাহী লঞ্চ

বরিশালের পাতারহাট বন্দরে ঘাটে বাঁধা অবস্থায় এই ঘটনা ঘটে

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০১:০০ পিএম

বরিশাল-পাতারহাট রুটে চলাচলকারী এমএল সাইমন-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পাতারহাট বন্দরে ঘাটে বাঁধা অবস্থায় এই ঘটনা ঘটে।

লঞ্চঘাটের শ্রমিক মনির হোসেন বলেন, ‘‘হঠাৎ করে দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন জ্বলে ওঠে। তখন অবশ্য সেটিতে কোনো যাত্রী ছিল না।’’

লঞ্চের মালিক রুহুল আমিন বলেন, ‘‘শুক্রবার সকাল ৯টার দিকে এমএল সাইমন-১ নামের যাত্রীবাহী লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল। আগুনে লঞ্চের প্রায় পুরোটাই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে- মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’’

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’’

তিনি বলেন, “তবে যতদূর মনে হচ্ছে, এটি শুধু দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।”

   

About

Popular Links

x