মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) বিএসএফ।
বুধবার (১৪ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে পাঠায়। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে সৌপর্দ করেছে। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৪৪ জনকে ঠেলে পাঠায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে- ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।
আটককৃতরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
তারা আরও জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।
বড়লেখা উত্তর শাহবাজপুর ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, “আজ বুধবার ভোরে ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদেরকে আটক করেছে। আটক সবাই বাংলাদেশের নাগরিক।”
এ বিষয়ে ৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা সবাই বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত বাংলাদেশের ৪ জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে ২৭২ জনকে ঠেলে দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬ জনকে খাগড়াছড়ি, ৭৮ জনকে সাতক্ষীরা, ১১৮ জনকে মৌলভীবাজার এবং ১০ জনকে মেহেরপুর সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।