Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাগুরায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

পুলিশ জানায়, অভিযুক্তরা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন

আপডেট : ২০ মে ২০২৫, ০৩:৩২ পিএম

মাগুরায় ১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন শাওন শেখ (২৫) ও টিপু শেখ (৩০) 

সোমবার (২০ মে) মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে, শুক্রবার (১৬ মে) দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের নলনগর গ্রামের পাটক্ষেতে ওই কিশোরীকে দুই যুবক ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

পরে শনিবার (১৭ মে) মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাওন ও টিপুকে আসামি করে ধর্ষণ মামলা করে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে ওই কিশোরী রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একা পেয়ে পাটক্ষেতে নিয়ে শাওন ও টিপু তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে মাগুরা সদর থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।

মামলার পরে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিয়ার উদ্দিনের তৎপরতায় উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, উপপরিদর্শক (এসআই) আলমগীর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স আসামিকে গ্রেপ্তারে করতে সক্ষম হয় বলে জানান ওসি আয়ুব আলী।

তিনি বলেন, “প্রতিবন্ধী ওই কিশোরী রাস্তায় একা ঘুরতে গেলে দুই যুবক তাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।”

ওসি আরও বলেন, “এ ঘটনায় অভিযুক্ত শাওন ও টিপু নামের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

   

About

Popular Links

x