পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সেতু ভেঙে খালে পরে গেছে একটি কয়লাবোঝাই ট্রাক। ফলে বন্ধ হয়ে গেছে পিরোজপুর-কলারন-সন্ন্যাসী সড়ক যোগাযোগ।
শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে চণ্ডিপুর ইউনিয়নের কলারন এলাকার মালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মোয়াজ্জেম জানান, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই ট্রাক স্টিলের সেতুটি পার হওয়ার সময় তা ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী-কলারন-সন্ন্যাসী সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছেন হাজারো পথচারী।
স্থানীয়রা জানান, ইন্দুরকানী মালবাড়ির এ সেতুর ওপর দিয়ে ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লাভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে সেতুসহ খালে পড়ে রয়েছে।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।