Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার সব যাত্রী নিহত

ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে

আপডেট : ২০ জুন ২০২৫, ১০:৫৭ পিএম

নাটোরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা সব যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের কাজীপাড়ার শহিদুল ইসলাম (৩৭), গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পন্ডিতগ্রামের বাবু ও তুষার।

নিহত শহিদুল ইসলাম ও আতিকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বিকেলে রাব্বী পরিবহন নামের একটি যাত্রবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত ৩ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক বাবুর মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৪ জনের আর কেউ বেঁচে নেই। তবে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

   
Banner

About

Popular Links

x