করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর করোনাভাইরাসে ২৪ জনের মৃত্যু হলো।
শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র করোনাভাইরাসের এই মৃত্যুর তথ্য জানিয়েছে।
সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, ৪ জুলাই সকাল ৮টা থেকে আজ ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২৩৯ জন সন্দেহজনক ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা হয়। এর মধ্যে শনাক্ত হয়েছে ৬ জনের। পাশাপাশি ওই সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।
করোনাভাইরাসে এ বছর মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ১৩ জন, বাকি ১১ জন পুরুষ। এ বছর করোনাভাইরাসে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মারা গেছে ৯ জন। এছাড়া খুলনা বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২ জন মারা গেছেন।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গুতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৯৫৪ জনে, আর মারা গেছেন ৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরগুনা জেলায়। বরগুনা সদর হাসপাতালে ৬৬ জন রোগী এক দিনে ভর্তির তথ্য দিয়েছে কন্ট্রোল রুম।
সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডেঙ্গু রোগীর ৪৪% বরিশাল বিভাগে।