Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ১১.৪৫%

২০২৩ সালের একই সময়ে রপ্তানি আয় ছিল ৫.১৩ বিলিয়ন ডলার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

২০২৪ সালের ক্যালেন্ডার বছরের প্রথম মাস জানুয়ারিতে রপ্তানির মাধ্যমে ৫.৭৬ বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। সেই অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় এ বছর আয় বৃদ্ধি পেয়েছে ১১.৪৫%।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে এ কথা জানানো হয়।

২০২৩ সালের একই সময়ে রপ্তানি আয় ছিল ৫.১৩ বিলিয়ন ডলার। এরপরের কয়েক মাস নেতিবাচক প্রবণতা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানুয়ারিতে তৈরি পোশাক (আরএমজি) সর্বোচ্চ ৪.৯৬ বিলিয়ন ডলার আয় করে। যা গত অর্থবছরে ৪.৪২ বিলিয়ন ডলার থেকে ১২.২২% বৃদ্ধি পেয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, এ অর্থবছরের (২০২৩-২৪) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি থেকে আয় ২.৫২% থেকে ৩৩.২৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। যা গত অর্থবছরের (২০২২-২৩) একই সময়ের তুলনায় ৩২.৪৪ বিলিয়ন ডলার বেশি।

এ অর্থবছরের প্রথম সাত মাসে, তৈরি পোশাক (আরএমজি) খাতে আয় এসেছে ২৮.৩৬ বিলিয়ন ডলার। যা একই সময়ের ২৭.৪১ বিলিয়ন ডলার থেকে ৩.৪৫% বৃদ্ধি পেয়েছে।

About

Popular Links