Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারত থেকে আরও ১১,৫০০ টন চাল এলো

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় এ সেদ্ধ চাল আমদানি করা হয়েছে

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:১৩ পিএম

ভারত থেকে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি ১১,৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা, উন্মুক্ত দরপত্রের আওতায় (প্যাকেজ ২) ভারত থেকে ১১,৫০০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জানা গেছে, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে, শনিবার (৮ মার্চ) ভারত থেকে আমদানি করা ৬,০০০ টন সেদ্ধ চাল নিয়ে একটি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

   

About

Popular Links

x