Friday, July 11, 2025

সেকশন

English
Dhaka Tribune

সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমলো

আগামী ৬ মাসের জন্য মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:২৯ পিএম

আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন হার অনুযায়ী, সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার হবে ১১.৯৮% এবং সর্বনিম্ন সুদহার হবে ৯.৭২%।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ বছর মেয়াদি “বাংলাদেশ সঞ্চয়পত্রে” সাড়ে ৭ লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের মেয়াদ পূর্তিতে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১.৮৩%। এতদিন যা ছিল ১২.৪০%। ৭ লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের মুনাফা দাঁড়াবে ১১.৮৩%। আগে যা ছিল ১২.৩৭%। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে নগদায়ন করলে মুনাফা যথাক্রমে আরও কম পাওয়া যাবে।

পাঁচ বছর মেয়াদি “পেনশনার সঞ্চয়পত্রে” সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার পাওয়া যাবে ১১.৯৮%, আগে যা ছিল ১২.৫৫%। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফা হবে ১১.৮০%, আগে যা ছিল ১২.৩৭%। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে নগদায়ন করলে মুনাফা যথাক্রমে আরও কম পাওয়া যাবে।

পাঁচ বছর মেয়াদি “পরিবার সঞ্চয়পত্রে” সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে মেয়াদ পূর্তিতে মুনাফার হার পাওয়া যাবে ১১.৯৩%, আগে যা ছিল ১২.৫০%। এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা হবে হবে ১১.৮০%, আগে যা ছিল ১২.৩৭%। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে নগদায়ন করলে মুনাফা যথাক্রমে আরও কম পাওয়া যাবে।

তিন বছর মেয়াদি “ডাকঘর সঞ্চয় ব্যাংক” হিসাবে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে মেয়াদ পূর্তিতে মুনাফা পাওয়া যাবে ১১.৮২%, যা এতদিন ছিল ১২.৩০%। ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে মুনাফা হবে ১১.৭৭%, আগে যা ছিল ১২.২৫%।

এ ছাড়া, তিন মাস মেয়াদি “মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে” বিনিয়োগ করলেও মুনাফা কমবে। এ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ১১.৮২%, যা ছিল ১২.৩০%। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগ করলে এ মুনাফার হার হবে ১১.৭৭%, যা ছিল ১২.২৫%।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ইস্যুকালীন মেয়াদে ওই সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান মুনাফার হার প্রযোজ্য হবে। ছয় মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।

এ ছাড়া, জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে।

   
Banner

About

Popular Links

x