Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে গেলেন রাবি উপাচার্য

এবারের সম্মেলনে বিশ্বের উচ্চশিক্ষা ক্ষেত্রের প্রায় ৩৫০ জন নেতৃস্থানীয় শিক্ষাবিদ অংশ নেবেন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম

গোয়িং গ্লোবাল- ২০২৩: দ্যা  কনফারেন্স ফর লিডার্স অব ইন্টারন্যাশনাল টারসিয়ারি এডুকেশন যুক্তরাজ্যের এডিনবার্গে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রবিবার (১৯ নভেম্বর) ভোরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। আগামী ২০-২২ নভেম্বর এডিনবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে যোগ দেবেন এই শিক্ষাবিদ।

এবারের সম্মেলনে বিশ্বের উচ্চশিক্ষা ক্ষেত্রের প্রায় ৩৫০ জন নেতৃস্থানীয় শিক্ষাবিদ অংশ নেবেন। তারা সেখানে এই সম্মেলনের মূল প্রতিপাদ্য টাওয়ার্ডস সাসটেনেবল, স্কেলেবল অ্যান্ড ইকুইটেবল পাটনারসিপস ইন টারসিয়ারি এডুকেশন  নিয়ে আলোচনা করবেন।

রাবি উপাচার্য ২০২২ সালের নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একই বিষয়ের সম্মেলনে অংশ নিয়ে ‘‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও  গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গ সমতা’’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন।

About

Popular Links