Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

অনন্ত জলিলের লুকে রেকর্ড, বললেন ‘সিনেমাটি দেখে দর্শক গর্ববোধ করবে’

অনন্ত জলিল বলেন, আমার ১৪ বছরের অভিনয় জীবনে এমন গেটআপে দেখেননি দর্শক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৫ পিএম

“অপারেশন জ্যাকপট” সিনেমায় ক্যাপ্টেন ওয়াহিদের চরিত্রে দেখা যাবে ঢাকাই শোবিজের আলোচিত চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলকে। ২৩ কোটি বাজেটের সিনেমাটি নির্মাণ করবেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

কয়েকদিন আগে এ সিনেমার শুটিং করেছেন অনন্ত জলিল। সেখানে তাকে লুঙ্গি গামছা পরে থাকতে দেখা গেছে। এবার তাকে আরেক নতুন লুকে শুটিং করতে দেখা গেল।

অনন্ত জলিল সংবাদমাধ্যমকে বলেন, “আমার ১৪ বছরের অভিনয় জীবনে এমন গেটআপে দেখেননি দর্শক। তাই এই ওয়াহিদ চরিত্রটি দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে। ইতিহাসকে তুলে ধরার জন্য এই সিনেমাটি করছি। বিনোদনের মাধ্যমে দর্শক ইতিহাস জানতে পারবে। এটি দেখে দর্শক গর্ববোধ করবে।”

মুক্তিযুদ্ধ চলাকালীন নৌ সেক্টরের পরিচালনায় সফলতম গেরিলা অপারেশন “অপারেশন জ্যাকপট” নামে পরিচিতি। সেই প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

অনন্ত জলিল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, ওমর সানী, নিরব, ইমন, রেবেকা, অমিত হাসান, রোশান, আমান রেজা, সাঞ্জু জন, শিপন মিত্র, জয় চৌধুরীসহ অনেকে।

About

Popular Links