Saturday, June 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

অভিনয়ের পড়াশোনা শেষে ক্রিকেটার হয়ে ফিরছেন তাহসান

এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প

আপডেট : ২২ মে ২০২৪, ০৩:৩২ পিএম

দীর্ঘদিন ধরে পর্দায় দেখা যায়নি তাহসান খানকে। তবে স্টেজ শোতে সরব দেখা গেছে। করেছেন গান। অন্যান্য ক্ষেত্রেও তাকে পাওয়া গেছে। দীর্ঘদিনের বিরতির পর অবশেষে আবারও অভিনয়ে ফিরছেন তাহসান।

আরিফুর রহমানের পরিচালনায় “বাজি” নামে একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে এই তারকার। এটি হতে চলেছে তাহসানের প্রথম ওয়েব সিরিজ।

এর আগে, গোলাম সোহরাব দোদুলের “ছক” নামে একটি ওয়েব ফিল্মের কাজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু হয় তাহসানের।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তাহসান খান বলেন, “এটি সত্যি যে, দীর্ঘদিন ধরেই অভিনয় নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি না। কারণ, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম।”

তিনি বলেন, “ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। এটিই আমার প্রথম ওয়েব সিরিজে অভিনয় করা।”

সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। সিরিজটি নিয়ে নির্মাতা বলেন, “ক্রিকেট নিয়ে সাজানো হয়েছে বাজির গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেট নিয়ে গল্প।”

তিনি বলেন, “সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান।”

সাত পর্বের সিরিজটি ঈদ-উল-আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা আরিফুর রহমান।

About

Popular Links