বিশ্ব বিনোদন অঙ্গনে এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় সৌদি আরবে শুরু হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর আলোচনার অন্যতম কারণ, হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার অন্যতম ঐতিহাসিক স্থান আল বালাদে বিগত চার বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবার ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে উৎসবটির চতুর্থতম আসর। যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের এই আয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে। যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ।
সম্প্রতি এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখানে তিনি বলিউডের ৩ খান একসঙ্গে এক সিনেমায় কাজ করার বিষয়ে কথা বলেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
বলিউড অভিনেতা আমির খান বলেন, “বলিউডের ৩ খান একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। আমরা সেই সিনেমাতে কাজ করার জন্য ভাবনা চিন্তা করেছি, কথাও বলেছি। বরং ৬ মাস আগেই আমি শাহরুখ এবং সালমানকে আমার এই ভাবনার কথা জানিয়েছিলাম যে আমরা ৩ জন যদি একসঙ্গে একটা ছবিতে কাজ করতে পারি তাহলে সেটা দারুণ হবে।”
আমিরের কথায়, প্রায় ছয় মাস আগে আমি, শাহরুখ এবং সালমান একসঙ্গে বসেছিলাম। তখন আমরা এই বিষয় নিয়ে কথাও বলেছি। আমিই সেই মানুষটা যে এই আইডিয়া দিয়েছি এবং ওদের দুজনকে মানে শাহরুখ এবং সালমানকে বলেছি যে আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি তিনজন মিলে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে।
তিনি আরও বলেন, “ওরা দুজনও সম্মতি জানিয়েছেন। ওরাও বলেছেন আমাদের একসঙ্গে ছবি করা উচিত। আমাদের ৩ জন মিলে। আশা করব সেটা খুব শিগগিরই হবে। তবে সেটার জন্য সঠিক গল্প চাই। তাই আমরা এখন সঠিক স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করে আছি।”