Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলার ‘আত্মহত্যা’

হলিউড হিলসের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ বেওয়াচ ও নাইট রাইডারের অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন।

বার্তা সংস্থা এপির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনার অফিস বলছে, ‘‘আত্মহত্যার’’ পর গত বুধবার ৬২ বছর বয়সী পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার হলিউড হিলসের বাড়ি থেকে।

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা। সাবেক স্ত্রীর মৃ্ত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা হ্যাসেলহফ বলেছেন, “পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত। শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।”

পামেলা বাখের প্রতিনিধি শ্যারন কেলি অভিনেত্রীর মৃত্যুতে বলেন, “বাখের পরিবার, তার কন্যা এবং নাতনির প্রতি এবং যাদের তিনি ভালোবাসতেন তাদের জন্য আমার হৃদয়ের ভালোবাসা রইল।”

উল্লেখ্য, ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে পামেলার অভিনয় জীবন শুরু হয়। আশির দশকে সাড়া ফেলা টেলিভিশন সিরিজ “নাইট রাইডারে” অভিনয় করেন তিনি। সেখান থেকেই হ্যাসেলহফের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ১৯৮৯ সালে বিয়ে ও ২০০৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

   

About

Popular Links

x