Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইফা অ্যাওয়ার্ডসে ‘লাপাতা লেডিসের’ জয়জয়কার, আর কারা জিতলেন পুরস্কার

ভারতের জয়পুরে অনুষ্ঠিত হয়ে গেল আইফার ২৫তম আসর

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৩:১৮ পিএম

ভারতের জয়পুরে অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) ২৫তম আসর। বলিউডের নামিদামি তারকাদের নিয়ে বসেছিল এবারের জমজমাট আসর। শনিবার ডিজিটাল অ্যাওয়ার্ডের পর রবিবার দেওয়া হয় ফিল্ম অ্যাওয়ার্ডস। কিরণ রাওয়ের “লাপাতা লেডিস” সিনেমাটি বাজিমাত করেছে আইফায়। সিনেমাটি ১০টি পুরস্কার জিতেছে।

চলুন দেখে নেওয়া যাক আইফর অ্যাওয়ার্ডস ২০২৫ এর বিজয়ীদের তালিকা-

সেরা সিনেমা- লাপাতা লেডিস

সেরা অভিনয় ইন আ লিডিং রোল (পুরুষ)- কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)

সেরা অভিনয় ইন আ লিডিং রোল (নারী)- নীতাংশি গোয়েল (লাপাতা লেডিস)

সেরা পরিচালক- কিরণ রাও (লাপাতা লেডিস)

নেতিবাচক ভূমিকায় সেরা অভিনয়- রাঘব জুয়েল (কিল)

সেরা পার্শ্ব চরিত্র (নারী)- জানকি বোদিওয়ালা (শয়তান)

পার্শ্ব চরিত্রে সেরা পারফরম্যান্স (পুরুষ)- রবি কিষাণ (লাপাতা লেডিস)

সেরা গল্প (মৌলিক) জনপ্রিয় বিভাগে- বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)

সেরা গল্প (অ্যাডাপ্টেড)- শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুর্তি এবং অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস)

সেরা পরিচালক (ডেবিউ)- কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)

সেরা নবাগত অভিষেক (পুরুষ)- লক্ষ্য লালওয়ানি (কিল)

সেরা নবাগত অভিষেক (নারী)- প্রতিভা রত্ন (লাপাতা লেডিস)

সেরা সঙ্গীত পরিচালক- রাম সম্পত (লাপাতা লেডিস)

সেরা লিরিক্স- প্রশান্ত পান্ডে (লাপাতা লেডিস থেকে সজনী)

সেরা গায়ক (পুরুষ)- জুবিন নটিয়াল (আর্টিকেল ৩৭০ থেকে দোয়া)

সেরা গায়িকা (নারী)- শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার ৩.০- ভুল ভুলাইয়া ৩) 

সেরা সাউন্ড ডিজাইন- সুভাষ সাহু, বলয় কুমার দোলোই, রাহুল কার্পে (কিল) 

সেরা চিত্রনাট্য- স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা সংলাপ- অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাস জাম্ভালে, মোনাল থাকর (আর্টিকেল ৩৭০)

সেরা এডিটিং- জাবিন মার্চেন্ট (লাপাতা লেডিস)

সেরা সিনেমাটোগ্রাফি- রাফি মাহমুদ (কিল)

সেরা কোরিওগ্রাফি- বস্কো-সিজার (ব্যাড নিউজের তৌবা তৌবা)

সেরা স্পেশাল এফেক্টস- রেড চিলিজ ভিএফএক্স (ভুল ভুলাইয়া ৩)

ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব- রাকেশ রোশন

   

About

Popular Links

x