Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘হ্যারি পটার’ সিরিজের অভিনেতার মৃত্যু

মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১০:২১ এএম

‘‘হ্যারি পটার’’ সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর।

সোমবার (১০ মার্চ) এক বিবৃতিতে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার ম্যানেজার বলেন, ‘‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’’

উল্লেখ্য, সাইমন ফিশার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। ‘‘হ্যারি পটার’’-এ হগওয়ার্টসের ভূতের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এটি ছাড়াও সাইমন ‘‘ডক্টর হু’’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন। 

এছাড়াও বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। কমেডি চরিত্রের জন্য বেশ পরিচিত ছিলেন তিনি। বিবিসির ‘‘পাপি লাভ’’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন। টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও সাইমন ফিশার বেকারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেক অবদান রয়েছে।

   

About

Popular Links

x