Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইফতারে অংশ নিয়ে বিপাকে থালাপাতি, লিখিত অভিযোগ দায়ের

ভারতের তামিলনাড়ু সুন্নত জামাত চেন্নাই পুলিশ কমিশনারের কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম

১০ বছর বয়সেই অভিনয় জগতে পা রাখেন তিনি। গত বছর হঠাৎ করেই রাজনীতির আঙিনায় পা দেওয়ার কথা ভেবে বসলেন তামিল অভিনেতা থালাপাতি বিজয়। ঘোষণা করেন নিজের দলের নাম। দল ঘোষণা করার পর প্রথমবারের মতো গত শুক্রবার ইফতার পার্টিতে অংশ নেন তিনি। আর এই ঘটনাকে ঘিরেই মুসলিম সম্প্রদায়কে রীতিমতো অপমান করার অভিযোগ ওঠেছে দক্ষিণী এই তারকার বিরুদ্ধে।

ইতোমধ্যেই ভারতের তামিলনাড়ু সুন্নত জামাত বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

সম্প্রতি রমজান মাস উপলক্ষ্যে অভিনেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, চেন্নাইয়ের একটি ইফতার পার্টিতে সাদা পাঞ্জাবি ও টুপি পরে দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন তিনি। ভিডিওটি সংবাদ সংস্থা এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এতে দেখা যায়, বিজয় তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম এর সঙ্গে ইফতার করছেন।

এ বার সেই দাওয়াত নিয়েই তৈরি হল বিতর্ক। জানা গেছে, তামিলনাড়ু সুন্নত জামাত-এর কোষাধ্যক্ষ সৈয়দ কওস আইনি পদক্ষেপ নিচ্ছেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “বিজয় আয়োজিত ইফতারে মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে। রোজা বা ইফতারের সঙ্গে মদ্যপ ও গুন্ডাদের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, ওই অনুষ্ঠানে এদের উপস্থিতি মুসলিমদের পক্ষে অপমানজনক।”

সৈয়দ কওস দাবি করেছেন, গোটা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল খারাপভাবে। তাদের কাছে বিজয় একবারও দুঃখপ্রকাশ করেননি বলে অভিযোগ করেছেন তিনি। তাদের অভিযোগ, বিজয়ের ‘‘বিজাতীয় রক্ষী’’র সকলেই তাদের অপমান করেছেন। আমন্ত্রিতদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে বলেও তার দাবি।

কওস বলেন, “এ ধরনের ঘটনা যাতে আগামী দিনে ফের না ঘটে সে জন্য বিজয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু প্রচারের আলোয় আসার জন্য অভিযোগ দায়ের করিনি।” ওই ইফতারে কিছু মানুষের মদপান করে উপস্থিত হওয়াতেই আপত্তি তুলেছেন আমন্ত্রিতদের একাংশ।

২০২৬ সালে প্রথম বার নির্বাচনে লড়তে চলেছেন বিজয়। সেই কারণেই ইফতারের মাধ্যমে জনসংযোগ গড়ে তোলার চেষ্টা করছিলেন। তবে শুধু রাজনীতি নয়। বিজয়কে শেষ দেখা গিয়েছে ২০২৪ সালে বেঙ্কট প্রভুর সিনেমা ‘‘গট’’-এ।

   

About

Popular Links

x