Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইত্যাদিতে ভিন্নধর্মী সঙ্গীত নিয়ে হাবিব-প্রীতম

প্রথমবারের মতো একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিয়েছেন এই দুই সঙ্গীত তারকা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৩:৩৯ পিএম

দেশের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। দীর্ঘসময় ধরে একসঙ্গে কাজ করছেন তারা। তবে এতদিন একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি। এবার ‘‘ইত্যাদি’’র মঞ্চে এক হলেন তারা, একই গানে দিলেন কণ্ঠও।

সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”র নন্দিত উপস্থাপক হানিফ সংকেতের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, “ঈদ ইত্যাদিতে ভিন্নধর্মী সঙ্গীত নিয়ে এই প্রথম একসঙ্গে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। ইত্যাদি মানেই চমক এবং নান্দনিক মান। আর ঈদের বিশেষ ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা।

আমাদের গানের ভুবন বিশাল ও বৈচিত্র্যময়। ইত্যাদি সবসময়ই চেষ্টা করে গানের কথা, সুর, দৃশ্যায়ন ও শিল্পী নির্বাচনে কিছুটা হলেও এই বৈচিত্র্যকে তুলে ধরতে। তাই ইত্যাদির শিল্পী নির্বাচনে সবসময়ই থাকে চমক। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের বিশেষ ইত্যাদির বিশেষ চমক হচ্ছে এই সময়ের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় দুজন সঙ্গীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সঙ্গীত। অর্থাৎ এই প্রথম একসঙ্গে ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুই সঙ্গীত তারকা।”

পোস্টে আরও জানানো হয়, “গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। উল্লেখ্য লম্বা সময় ধরে সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান একসঙ্গে কাজ করেছেন। তবে এতদিন একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি তারা।”

হাবিব ও প্রীতম সম্পর্কে পোস্টে লেখা হয়, “বরাবরই নতুনদের সুযোগ দেন হাবিব। শুধু কণ্ঠশিল্পীরাই নন, আড়ালে থাকা অনেক গীতিকারকেও তিনি সুযোগ দিয়েছেন। একসময় হাবিব আমাদের গান ও মিউজিকে বেশ বৈচিত্র্য এনেছেন। তার বেশ কটি গান শ্রোতাপ্রিয় হয়েছে। অন্যদিকে বর্তমানে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত আয়োজক প্রীতম হাসানের বাউল ও লোকসংগীতের প্রতি বিশেষ আগ্রহ লক্ষণীয়। প্রীতম যে গানই করেন তার একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। সাম্প্রতিক সময়ে করা প্রীতমের প্রতিটি গানই দর্শকপ্রিয়তা লাভ করেছে। প্রীতমের গানে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণ গানগুলোকে ভিন্নমাত্রা দিয়ে থাকে। শুধু গানই নয়, অভিনয়েও প্রীতম সেরাদের মধ্যে নিজের অবস্থান করে নিয়েছেন। ২০১২ সালে প্রচারিত ‘‘ইত্যাদি’’র বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথম টিভি পর্দায় উপস্থিত হন।”

পোস্টে আরও জানানো হয়, “হাবিব ও প্রীতমের এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেকঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে। প্রায় ৫ হাজার দর্শকের সামনে এই দুই তারকা মনের আনন্দে নেচেগেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। গানটির অংশবিশেষ ফাগুন নিকেতনেও ধারণ করা হয়। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন বাংলাদেশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।”

   

About

Popular Links

x