শাহরুখ খান মানেই শত শত নয় বরং কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা। তার ক্যারিশমায় মুগ্ধ ৮ থেকে ৮০ সবাই। কিন্তু জানেন কি একবার এই কিং খানের জন্যই মুম্বাইয়ে শত শত বিয়ে স্থগিত হয়ে যায়। পিছিয়ে যেতে বাধ্য হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
কী ঘটেছিল?
সঞ্জয় লীলা বানসালির একটি সিনেমার জন্য মুম্বাইয়ের মতো একটি শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে ভাবুন সেই সিনেমার প্রোডাকশন কী বিশালাকার ছিল। আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দুই দশক আগে। হ্যাঁ, সেই সিনেমাটিই হলো “দেবদাস”। ২০০১ সালে এই সিনেমার জন্যই মুম্বইয়ের বহু বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছিল।
এই সিনেমায় সিনেমাটোগ্রাফার সম্প্রতি এই বিষয়ে ফ্রাইডে টকিজে কথা বলেন। সিনেমাতে তার কাজের অভিজ্ঞতার কথার পাশাপাশি জানিয়েছেন সিনেমার প্রোডাকশন স্কেল কী বিশাল ছিল। বিনোদ প্রধান জানান, ১ কিলোমিটার জুড়ে চন্দ্রমুখীর কোঠা বানানো হয়েছিল মুম্বাইয়ে। তার কথায়, “আমি আমার সহকারীদের নিয়ে দেখতে গিয়েছিলাম যে কীভাবে সেট বানানো হচ্ছে। যা দেখি তাতে রীতিমত চমকে যাই। আমরা ভাবতে শুরু করি যে কীভাবে এতে আলো লাগানো হবে। সেটের একদম শেষ মাথায় ১০০ ওয়াটের একটি লাইট লাগাতে বলি আমার এক সহকারীকে। তারপর ধীরে ধীরে গোটা সেটে আলো লাগানো হয়। মুম্বাইয়ে যত জেনারেটর ছিল সব ব্যবহার করে ফেলি সেই সেটের জন্য।”
এদিন তিনি আরও জানান, “এটার জন্য বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল। আমরাই সব জেনারেটর ব্যবহার করে ফেলেছিলাম। জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের প্রচুর জেনারেটর ব্যবহার করতে হয়েছিল। ওরা আমায় বলেছিল যে বিনোদজি আপনি এত জেনারেটর ব্যবহার করেছেন যে বহু মানুষ বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন কারণ সেই বিয়েতে ব্যবহার করার মতো কোনো জেনারেটর আর ছিল না।”
দেবদাস প্রসঙ্গে
“দেবদাস” সিনেমাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে। মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটি সেই সময় ৫০ কোটি টাকা বাজেটে বানানো হয়েছিল। ২০০২ সালের জুন মাসে মুক্তি পায় সিনেমাটি। তৎকালীন সময়ে বিশ্বজুড়ে ১৬৮ কোটি টাকা আয় করেছিল শাহরুখের এই অলটাইম ব্লকবাস্টার সিনেমাটি।