৬০ বছরে পা দিয়েই এক নতুন যাত্রা শুরু করলেন বলিউড অভিনেতা আমির খান। এই অভিনেতার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের সঙ্গে নিজের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন আমির। তবে গৌরীর ছবি প্রকাশ না করতে সাংবাদিকদের অনুরোধ করেন এই অভিনেতা। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।
বৃহস্পতিবার আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা জানান, তাদের বন্ধুত্ব ২৫ বছর পুরনো। তবে মাঝখানে কিছুদিনের জন্য যোগাযোগ হারিয়ে গিয়েছিল। তবে কয়েক বছর আগে তাদের আবারও যোগাযোগ হয়।
আমির বলেন, “১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর হঠাৎ করেই আমির মজা বলে ওঠেন, দেখুন, কেমন আপনাদের কিছুই টের পেতে দেইনি!’’
এসময় অভিনেতা আরও জানান, গৌরীকে তিনি শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন।
জানা যায়, গৌরীর ৬ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। এই প্রসঙ্গে আমির বলেন, তার সন্তানেরা ও পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে; সবাই খুব খুশি।
গৌরী স্প্র্যাট আদতে আমির খানের হাউসে কাজ করেন। বর্তমানে অভিনেতা এ তিনি একসঙ্গেই থাকেন। আমির খান এদিন জানিয়েছেন যে তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি ভীষণ খুশিও গৌরীর সঙ্গে এই সম্পর্কে থেকে।
বলিউড এই অভিনেতা আরও জানিয়েছেন, গৌরীর সঙ্গে তিনি প্রেম করলেও তার বর্তমান প্রেমিকা নাকি মোটেই তার সিনেমা খুব একটা দেখেননি। শুধু ‘‘দঙ্গল’’ ও ‘‘লাগান’’ সিনেমায় দেখেছেন।
চলতি বছরের শুরুর দিকেই আমির খানের নতুন এই সম্পর্কের গুঞ্জন শুরু হলে গতকাল সেটা আনুষ্ঠানিকভাবে জানালেন এই অভিনেতা। এর আগে গৌরীকে তিনি দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।