Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওয়ার্নার বললেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’

২৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আইপিএলেও খেলেছেন তিনি। এবার এই ক্রিকেট তারকাকে কিনা বিনোদন জগতে পা রাখতে চলেছেন। শীঘ্রই তেলেগু সিনেমায় অভিষেক হবে তার। গুঞ্জন ছিল অনেক দিনের। তবে যে সিনেমায় তাকে দেখা যাওয়ার কথা রটেছিল সেখানে তাকে দেখা যায়নি।

মার্চের শুরুতে তেলেগু সিনেমা “রবিনহুড” সিনেমায় ওয়ার্নারের অভিনয়ের কথা জানান প্রযোজক রবি শংকর। এবার ওয়ার্নার নিজেই জানালেন ভারতীয় সিনেমায় অভিষেকের কথা।

শনিবার (১৫ মার্চ) ওয়ার্নার তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

নিজের ছবি সম্বলিত পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার ভারতীয় সিনেমায় পা রাখার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’’

সিনেমাটির মুক্তির তারিখও জানিয়েছেন ওয়ার্নার। ২৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।

জানা গেছে, তেলুগু সিনেমা রবিনহুডে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এই অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকাকে। ২০২৪ সালের সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়ায় এই সিনেমার জন্য শ্যুটিং সেরে ফেলেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি কুদুমুলা।

   

About

Popular Links

x