Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে ভর্তি এ আর রাহমান

এ মুহূর্তে একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০১:০০ পিএম

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানকে। এ মুহূর্তে একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

রবিবার (১৬ মার্চ) সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

জানা গেছে, হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন এই সংগীতশিল্পী। কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ আর রাহমান রবিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে হাসপাতালে আসেন। চিকিৎসা বিশেষজ্ঞরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে একটি অ্যাঞ্জিওগ্রাম করার কথা বলেছেন।

সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করেন তিনি। শিল্পীর মুখপাত্র এনডিটিভিকে জানিয়েছেন, লন্ডন থেকে ফেরার পর বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চেকআপ করাতে পৌঁছান। সেখানে ইসিজি করা হয় তার।

এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে, তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত।

   

About

Popular Links

x