Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

এ আর রহমান কেমন আছেন, জানালেন তার ছেলে

হঠাৎ বুকে ব্যথা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ আর রহমান। রবিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শিল্পীকে। ডিহাইড্রেশনের ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শিল্পীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে এখন ভালো আছেন তিনি।

এ আর রহমানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই তার ছেলে এ আর আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার শারীরিক অবস্থার আপডেট দেন। পোস্টে তিনি লেখেন, ‘‘আমাদের সকল প্রিয় ভক্ত, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে, আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার বাবা ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাই আমরা কিছু নিয়মিত পরীক্ষা করিয়েছি। তবে তিনি এখন ভালো আছেন।’’

হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘এ আর রহমান রবিবার সকালে ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তিনি ভালো আছেন।”

এক্স-এ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লিখেছেন, ‘‘যখনই আমি খবর পাই এ আর রহমান অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করি এবং তার খোঁজখবর নিই। তিনি ভালো আছেন।’’

একইসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ তামিলকে এ আর রহমানের বোন ফাতিমা ভক্তদের আশ্বস্ত করে বলেন, ‘‘বিভিন্ন কনসার্টের কারণে বেশ কিছুদিন ধরে এ আর রহমানের শরীরে ভীষণই ক্লান্ত ছিল। তাই চিকিৎসকদের কাছে নিয়ে যওয়া হয়। এখন তার অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’’

   

About

Popular Links

x