২০০২ সালে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলিউড অভিনেতা আমির খানের। তিন বছর পর, ২০০৫ সালে কিরণ দত্তের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন আমির। সেই সম্পর্কও ভেঙে যায় ২০২১-এ। দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদের পর তিন বছর একাই কাটিয়ে ছিলেন। ফের আমিরের জীবনে নতুন প্রেমের গুঞ্জন তৈরি হয়েছিল। ৬০তম জন্মদিনে সমস্ত গুঞ্জন সত্যি করে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমির। নিজেরাই জানিয়েছেন, গত ১৮ মাস ধরে সম্পর্কে আছেন তারা।
গৌরী বেঙ্গালুরুর মেয়ে। আমিরের প্রযোজনা সংস্থাতেই কাজ করেন। তবে আমিরের নতুন প্রেমিকাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। গৌরীর ব্যক্তিগত খুঁটিনাটি জানার পাশাপাশি কী ভাবে আমিরের সঙ্গে প্রেম হলো তার, তা নিয়েও ভক্তদের রয়েছে সমান আগ্রহ।
আমিরের প্রেমিকা হলেও বলিউডের সঙ্গে গৌরীর দূরদূরান্ত কোনো সম্পর্ক নেই। এমনকী তিনি আমির অভিনীত সিনেমাও দেখেছেন হাতেগুনে ২টি। আজ থেকে ২৫ বছর আগে দু’জনের আলাপ হয়েছিল। তার পর নতুন করে কীভাবে আবার দেখা হলো? প্রেমের প্রস্তাব কে আগে দিয়েছেন, আমিরের নতুন প্রেমকাহিনির খুঁটিনাটি জানতে মরিয়া অনুরাগীরা। তবে প্রেম নিয়ে দু’জনেই মুখে কুলুপ আঁটলেও, আমিরকে ভালোলাগার কারণ জানিয়েছেন গৌরী। তিনি বলেন, ‘‘আমিরের মতো এমন যত্নশীল মানুষ খুব কম আছে। তা ছাড়া ওর মনটাও খুব নরম।’’ আমির আবার বলেন, ‘‘আমি জীবনে একটু শান্তি চাইছিলাম। গৌরী আমাকে সেই শান্তি দিয়েছে।’’