পবিত্র ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘‘জংলি’’ সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটির ইতোমধ্যেই প্রচারে যোগ দিয়েছেন নির্মাতা-শিল্পীরা। সিনেমার প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার রাতে লুঙ্গি পরে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’’
বুবলীর ছবি শেয়ার করার এক ঘণ্টার ব্যবধানে দেখা যায়, এসব ছবিতে ১৮ হাজারের বেশি রিঅ্যাক্ট ও ৪ হাজারের বেশি কমেন্ট পড়েছে।
উল্লেখ্য, ‘‘জংলি’’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রি-টিজারে শবনম বুবলীকে দেখানো হয়নি। টিজারে বুবলীকে এক ঝলক দেখা গেছে। ফলে বুবলীর চরিত্রটি এখনো খোলাসা নয়।
প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন এম রাহিম। সিয়াম ও বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান।
সিনেমাটির পরিচালক এম রাহিম বলেন, “জংলি’ যে ধরণের গল্প- সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। সিয়াম-বুবলীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আশা করি ঈদে দারুণ কিছু উপহার দিতে পারব।”